Wellcome to National Portal
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২২

করোনা মহামারীর মধ্যেও ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ এর সকল অনুষ্ঠান ও কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করায় OIC এর যুব বিষয়ক সংগঠন ICYF থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে "Most Diligent and Resilient Performance Award" পদকে ভূষিত করা হয়েছে। ICYF থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রাপ্ত পদকটি ২৮ নভেম্বর ২০২২ তারিখ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।


প্রকাশন তারিখ : 2022-11-29

বিশ্বের ৫৭ টি মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ওআইসি অধিভুক্ত ইসলামিক কোঅপারেশন ইযুথ ফোরাম  (ICYF) প্রতিবছর ওআইসি ভুক্ত রাষ্ট্রের মধ্যে থেকে একটি শহরকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করে। সে পরিপেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ২০২০ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অধিকতর অর্থবহ এবং মুসলিম বিশ্বে বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরা ও  ব্যাপকভাবে ছড়িয়ে দেবার লক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা কে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করার জন্য আবেদন করা হয়।  বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের রাজধানী ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ হিসেবে নির্বাচিত হয়।
  এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিশ্বের ৮৯ টি দেশের প্রায় ৮ হাজার প্রতিযোগীর সরাসরি ও প্রানবন্ত অংশগ্রহণে  ১ লক্ষেরও অধিক যুবদের যুক্ত করে বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দশটি মেগা ইভেন্ট  আয়োজনের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ওআইসি ইয়ুথ  ক্যাপিটাল ২০২০ উদযাপন করা হয়। 

কোভিড ১৯ অতিমারির  মধ্যেও ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এর সকল অনুষ্ঠান ও কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করার জন্য  ওআইসি এর যুব বিষয়ক সংগঠন ICYF কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে "Most Diligent and Resilient Performance Award " পদকে ভূষিত করা হয়েছে। ICYF  এর সভাপতি তাহা আইয়ানের নিকট থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মোঃ জাহিদ আহসান রাসেল এমপি উক্ত বিশেষ সম্মাননা গ্রহণ করেন।

২৮ নভেম্বর ২০২২ তারিখ সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে উক্ত বিশেষ সম্মাননা স্মারকটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।